বিনোদন ডেস্ক : তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। আগামী ২১ থেকে ২৩ আগস্ট প্রদর্শনীর সময়সূচী প্রতিদিন ৩টা, ৫টা ও ৭টায়। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও কিনো-আই ফিল্মস।প্রবেশপত্র অগ্রিম পাওয়া যাবে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে (১৬০, লেকসার্কাস, কলাবাগান, ঢাকা। সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত) এবং শো-য়ের আগে হল কাউন্টারে। ছবিটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, রাফিকা ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, আব্দুল হান্নান শেলী, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, রিমু খন্দকার, জামিলুর রহমান শাখা, আনিছুর রহমান সেলিম, এস.এ.এ. বুখারী, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ, ইকবাল আহমেদ, রাজীব সালেহিন, মতিউর সুমন, অরণ্য, বিন্ত এবং গ্রুপ থিয়েটারের সদস্যবৃন্দ।ছবিটির চিত্রগ্রহণের কাজ করেছেন মাহফুজুর রহমান খান, শিল্প নিদের্শনায় ছিলেন উত্তম গুহ, সঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু ও পোষাকের দায়িত্বে ছিলেন চিত্রলেখা গুহ। ছবিটির প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সগীর মোস্তফা, রানা মাসুদ ও সাঈদ সুমন ।মুক্তিযুদ্ধভিত্তিক জীবনঢুলী চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত। চলচ্চিত্রটির নিবেদক হচ্ছেন সাইফুর রহমান ও সহ-প্রযোজক ‘কারুকাজ’। রাইজিংবিডি/ ঢাকা/ ১২ আগস্ট ২০১৪/ পাভেল