ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়ক নিরব হোসেন প্রথমবারের মতো জুটি বাঁধছেন বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির সঙ্গে। পরিচালক সামছুল হুদার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে এই যুগলকে নিয়ে নতুন সিনেমা ‘গোলাপ’।
সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরই দর্শকমহলে বেশ সাড়া পড়ে যায়। সেই উত্তেজনার ধারাবাহিকতায় চলছে প্রস্তুতি।
নিরব বলেন, “গোলাপ সিনেমা দিয়ে পরীমণির সঙ্গে প্রথমবার পর্দায় আসছি। সবচেয়ে বড় বিষয়—সিনেমার গল্পটি অসাধারণ। ফার্স্টলুক প্রকাশের পর দর্শকের ভালোবাসা দেখে আমরা উৎসাহিত হয়েছি। এখন নিয়মিত স্ক্রিপ্ট নিয়ে বসছি, আলোচনা করছি—কীভাবে ভালো একটি কাজ উপহার দেওয়া যায়, সবার মধ্যেই সেই ভাবনা কাজ করছে।”
পরিচালক সামছুল হুদা জানান, “গল্পটি বাস্তবভিত্তিক আবেগের সঙ্গে জড়ানো। নিরব-পরীমণিকে ভিন্ন এক রূপে তুলে ধরার চেষ্টা করছি আমরা।”
অন্যদিকে, নিরব বর্তমানে ‘শিরোনাম’-এর শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ করেই ‘গোলাপ’-এর শুটিংয়ে যুক্ত হবেন তিনি। পরীমণি ও নিরব—দুজনেই এই সময়ের আলোচিত মুখ। তাদের রসায়ন কেমন হয় পর্দায়, সেটিই এখন দেখার বিষয়। নির্মাতার আশা, ‘গোলাপ’ হবে ২০২৫ সালের একটি আলোচিত সিনেমা।