বলিউডের ‘মি. পারফেক্টশনিস্ট’খ্যাত নায়ক আমির খান। ১৯৮৬ সালে তার বয়স ২১। অন্যদিকে রিনা দত্তর বয়স ১৯। কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন এই জুটি। এরপর নিজ নিজ বাড়িতে ফিরে যান।
আমির খানের এটি প্রথম বিয়ে। কিন্তু বিয়ের আনন্দ নষ্ট করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম দ্য লালনটপকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান আমির খান।
রিনা দত্ত, আমির খান
আমির খান বলেন, “আমি আর রিনা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। আর বাড়িতে অনেকক্ষণ পরে ফিরেছিলাম। তবে যেমনটা হওয়ার কথা ছিল, যে সবাই আমাকে প্রশ্ন করবে এতক্ষণ কোথায় ছিলাম। কিন্তু তেমনটা হয়নি। সেদিন ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। তাই সবাই ম্যাচ দেখতেই ব্যস্ত ছিল। কেউ আমাদের দিকে অত খেয়াল করেনি।”
পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ আমিরের বিয়ের আনন্দ নষ্ট করে দিয়েছিলেন। এ তথ্য স্মরণ করে আমির খান বলেন, “সেই ম্যাচে ভারতের জয়ের খুব কাছেই ছিল। আমিও পরিবারের সবার সঙ্গে খেলা দেখা শুরু করি। কিন্তু জাভেদ মিঁয়াদাদের শেষ বলে ছক্কা সব আনন্দ নষ্ট করে দেয়।”
পরে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হয় আমিরের। আর তখন তাকে বিষয়টি নিয়ে অভিযোগ করেন আমির। এ অভিনেতার ভাষায়, “পরে মিয়াঁদাদের সঙ্গে এক ফ্লাইটে দেখা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, আপনি আমার বিয়ের দিনটা নষ্ট করে দিয়েছিলেন। তিনি শুনে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, ‘কীভাবে?”
‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার পর আমির-রিনার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে। এ জুটির দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।