বিনোদন

সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী, প্রশ্ন অমিত হাসানের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন। চিকিৎসা সংক্রান্ত কারণে তাকে দীর্ঘ সময় সমিতির কাজ থেকে দূরে থাকতে হচ্ছে। একইভাবে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলও নানা কারণে সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে এক সময়ের সরব সংগঠনটি। 

এই প্রসঙ্গে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক অমিত হাসান সরব হয়েছেন। তিনি বলেন, “সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী?” 

এদিকে, গুঞ্জন রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়বেন অমিত হাসান। এই বিষয়ে জানতে চাইলে অমিত হাসান বলেন, “শিল্পী সমিতি হোক বা অন্য কিছু—এ মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছি না।” 

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে অমিত হাসান বলেন, “আমি এখনই কোনো নির্বাচন নিয়ে ভাবছি না আপাতত। চলতি মাসের শেষ দিকে আমেরিকা যাচ্ছি, সেখানে কিছুদিন থাকব। তবে একটা বিষয় পরিষ্কার—আপনি যদি সংগঠনের দায়িত্বে থাকেন, তাহলে সময় দিতে হবে। সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী।” 

বর্তমান কমিটির কার্যকরী শূন্যতার কথাও তুলে ধরে অমিত হাসান বলেন, “মিশা অনেকদিন ধরেই আমেরিকায়। ডিপজল ভাইও নেই। যদিও তারা অসুস্থ—তবুও বাস্তবতা হলো, সংগঠনে কোনো কার্যক্রম নেই। ফলে সংগঠনটা কার্যত শিল্পীশূন্য হয়ে গেছে।” 

একসময় চলচ্চিত্রাঙ্গনে দাপটের সঙ্গে কাজ করলেও বর্তমানে অভিনয়ে অনিয়মিত অমিত হাসান। বর্তমানে দেশে থাকলেও খুব শিগগির যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলেও জানিয়েছেন এই নায়ক।