তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। রবিবার (১৩ জুলাই) সকালে হায়দরাবাদের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, খল ও কমেডি চরিত্রে নতুন ধারা তৈরি করেছিলেন ভার্সেটাইল অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বিজেপির টিকিট নিয়ে বিজয়ওয়াড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কোটা।
১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন কোটা শ্রীনিবাস রাও। তার বাবা একজন চিকিৎসক ছিলেন। ফলে বাবার পথ অনুসরণ করে তারও চিকিৎসক হওয়ার কথা ছিল। কলেজ জীবন থেকে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে বাবার দেখানো পথ থেকে সরে আসেন কোটা। ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি সম্পন্ন করার পর ভারতের স্টেট ব্যাংকে চাকরি করেন।
১৯৭৮ সালে ‘প্রণাম খারিড়ু’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন কোটা শ্রীনিবাস রাও। প্রায় ৫ দশকের অভিনয় ক্যারিয়ারে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম, হিন্দি ভাষার ৭৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৯ সালে রাজনীতিতে পা রাখেন এই অভিনেতা।
২০০৫ সালে মুক্তি পায় রাম গোপাল ভার্মা নির্মিত ‘সরকার’ সিনেমা। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। এই সিনেমায় সলেবার মণি চরিত্র রূপায়ন করেন কোটা শ্রীনিবাস রাও। এতে তার অনবদ্য অভিনয় এখনো দর্শক হৃদয়ে গেঁথে আছে। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে ভারত সরকার কোটা শ্রীনিবাসকে পদ্মশ্রী সম্মান দেয়।