বিনোদন

বলিউডে আহান পান্ডের ঝড়: সিনেমা দেখে দর্শকদের পাগলামি

বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনীত পড্ডা। মোহিত সুরি নির্মিত রোমান্টিক ঘরানার ‘সাইয়ারা’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। দর্শক হৃদয়ের পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি ঝড় তুলেছে। কেবল তাই নয়, সিনেমাটি দেখে নানা ধরণের পাগলামি করছেন দর্শকরা; যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।  

একটি ভিডিওতে দেখা যায়, হাতে স্যালাইন লাগিয়ে ‘সাইয়ারা’ সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন এক তরুণ। তার এক বন্ধু তাকে সঙ্গে নিয়ে এসেছেন। সিনেমাটি দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়েন এই তরুণ। 

আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, প্রেক্ষাগৃহে চলছে ‘সাইয়ারা’ সিনেমা। এক তরুণ গায়ের শার্ট খুলে পর্দার সামনে গিয়ে চিৎকার করছেন, নিজের শরীরে আঘাত করছেন। এক পর্যায়ে প্রায় জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান। এ ভিডিও দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লেখেন—“খাঁটি প্রেমিক।” 

শুধু এই দুটো ভিডিও নয়, আরো বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তরুণ ভক্তদের কেউ কাঁদছেন, কেউ চিৎকার করছেন, কেউ অসুস্থ হয়ে পড়েছেন।  

হিন্দি সিনেমাপ্রেমীরা যেন দীর্ঘদিন ধরে এমন এক প্রেমের গল্পের অপেক্ষায় ছিলেন, যা হৃদয় ছুঁয়ে যাবে। ‘সাইয়ারা’ যেন সেই প্রতীক্ষারই পরিপূর্ণ উত্তর। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া অন্তত তাই বলছে। আর অভিষেকেই বাজিমাত করেছেন চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। অনীত পড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। এর আগে কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেছেন তিনি। 

গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’ সিনেমা। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ৪৫ কোটি রুপি বাজেটের ‘সাইয়ারা’ বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে, চলুন তা জেনে নিই।  

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সাইয়ারা’ আয় করে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করে ২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৩৭ কোটি রুপি। তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি ৯৯ লাখ টাকা। 

২০২৫ সালে বেশ কিছু হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সাইয়ারা’ চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে আছে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমা।