বিনোদন

উত্তরায় বিমান বিধ্বস্ত: তারকাদের প্রার্থনা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আকস্মিক এই দুর্ঘটনায় মর্মাহত দেশবাসী। শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এই নায়ক লেখেন, “রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করা শক্তি দেন।”

চিত্রনায়িকা শবনম বুবলী বিভিন্ন হাসপাতালের নাম উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।” 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন বিদেশে অবস্থান করছেন। দেশের এই দুর্ঘটনার খবর জানতে পেরে মানসিকভাবে ভীষণ আহত হয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী লেখেন, “উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। প্রত্যেকের জন্য দোয়া করবেন।” 

এ দুর্ঘটনার খবর পেয়ে মানসিকভাবে অস্থির হয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, “ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম। আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি।” 

অভিনেত্রী কেয়া পায়েলও তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন। সবাই দোয়া করবেন।”