বিনোদন

উত্তরায় বিমান বিধ্বস্ত: নগরবাউল জেমসের শোক

গত ২১ জুলাই রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই পরিণত হয় মৃত্যুপুরীতে। স্বজনদের আহাজারি ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নগরবাউল জেমস।  

নগরবাউল জেমসের অফিশিয়াল ফেসবুকে পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ জেট বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মূল্যবান এই প্রাণহানির জন্য নগরবাউল এবং দলের সকল সদস্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে যেসব শিক্ষার্থীর ভবিষ্যৎ মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। এই কঠিন সময়ে আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা।” 

জরুরি সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “এই হৃদয়বিদারক ঘটনার পরপরই দ্রুত এবং সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সমস্ত জরুরি সেবাদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” 

প্রার্থনার মাধ্যমে বিবৃতির ইতি টেনেছে নগরবাউল জেমস। সর্বশেষ বলা হয়, “সর্বশক্তিমান আল্লাহ মৃতদের আত্মার চির শান্তি, আহতদের পূর্ণ সুস্থতা এবং শোকাহত পরিবারকে শক্তি দান করুন।”  

জেমস এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ সফরে দেশটির বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছেন। আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শিরোনামে কনসার্ট। সেখানে পারফর্ম করবেন বরেণ্য এই তারকা।

আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ অনুষ্ঠিত হবে তার আরেকটি কনসার্ট।