বিনোদন

বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী!

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। সে সময় নিউ ইয়র্ক, নায়াগ্রা এবং আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। সেসময়ে তাদের ভিডিও, স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবার ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান-বুবলী। 

সম্প্রতি শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর পর খবর ছড়িয়েছিল- ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন শবনম বুবলী। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি  ছবিতে দেখা যায়, একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে শাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে হাঁটছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে ছেলেকে নিয়ে সময় কাটাতেই তারা রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন।

খবরে জানা গেছে, চলতি মাসের মধ্যেই ঢাকায় ফিরবেন শাকিব খান। নতুন সিনেমা, নতুন গুঞ্জন— সবই অপেক্ষা করছে তার জন্য।