বিনোদন

কনসার্টে ‘অশ্লীল’ শব্দ: আসিফ বললেন, এটা আমাদের সংস্কৃতি না

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক কনসার্ট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এই কনসার্টের একটি ভিডিও ক্লিপ, যা বুধবার (৬ আগস্ট) থেকে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন শিল্পী গান পরিবেশনের সময় ইংরেজি ভাষায় অশ্লীল শব্দ উচ্চারণ করছেন। এক শিল্পীকে বারবার ‘ফাকিং’ শব্দটি বলতে শোনা গেছে, যা নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। 

বিতর্ক আরো প্রবল হয়, যখন জানা যায়—এই কনসার্ট রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি সরাসরি সম্প্রচার করেছিল। এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে এই ধরনের অশালীন ও আপত্তিকর শব্দ সম্প্রচার করাকে ‘সংস্কৃতিবিরোধী’ আখ্যা দিয়ে নিন্দা করছেন অনেকেই। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার—বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।” 

তার এই বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে। অনেক অনুরাগী এবং সাধারণ ব্যবহারকারী এতে সহমত পোষণ করেছেন। কামরুল হাসান নামে একজন লেখেন, “অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে।” তিনি আরো উল্লেখ করেন, “জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নেবে।” 

এদিকে, নবীন সংগীতশিল্পী সিঁথি সাহাও ভিডিওটি শেয়ার করে নিজের মতামত দিয়েছেন। অন্যদিকে, জনপ্রিয় গীতিকার ও শিল্পী লুৎফর হাসান তার ফেসবুক পোস্টে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, “মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে ‘ফা*কিং গাইজ’ না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কীভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?”