বিনোদন

৬০০ পর্বে অলসপুর

বিনোদন প্রতিবেদক : ছয়শত পর্বে পদার্পণ করতে যাচ্ছে ধারাবাহিক নাটক অলসপুর। মুহাম্মদ মামুন-অর-রশিদের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন আল হাজেন। অলসপুর একটা রাজ্য। যেখানে সব অলস লোক এসে বাসা বেঁধেছে। মাত্র দুজন লোক এখানে পেশাজিবী। তাদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভজা। আরেকজন চা দোকানি ছিরন। ছিরন নিজেকে জনদরদি মনে করে। সে কখনোই একা থাকতে পারে না। আর সে কারণেই চায়ের ব্যবসা। কথায় আছে, অলস মাথা শয়তানের কারখানা। অলসপুর গ্রামের মানুষদের ও একই অবস্থা। এমন এক অদ্ভুত গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধারাবাহিক নাটক অলসপুর।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, আরফান চৌধুরী, রিফাত চৌধুরী, মৌসুমী হামিদ, আ.খ.ম. হাসান, তুষ্টি, দিহান, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নাদিয়া, আলভী প্রমুখ। নাটকটি সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার রাত ৯টা ৫মিনিটে আরটিভিতে প্রচারিত হয়।রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৪/শান্ত