বিনোদন

গায়ক আতিফ আসলামের বাবা মারা গেছেন

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম মারা গেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) এ খবর জানিয়েছেন গায়ক নিজেই। 

বাবার সঙ্গে তোলা একটি ছবি আতিফ আসলাম তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এ ছবির ক্যাপশনে এই গায়ক লেখেন, “আমার লৌহমানবকে শেষ বিদায়। আব্বু জি, ভালোবাসায় বিশ্রাম নাও। আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন।” 

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, কয়েক মাস আগে মোহাম্মদ আসলাম হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তারপর থেকে অসুস্থ ছিলেন আতিফ আসলামের বাবা। লাহোরের ভেলেনচিয়াতে মোহাম্মদ আসলামকে সমাহিত করা হয়েছে। 

২০০৩ সালে ব্যান্ড ‘জল’ নিয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত, উর্দু ভাষায় গান গাইলেও হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন আতিফ আসলাম। 

আতিফ আসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’ প্রভৃতি।