বিনোদন

যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে মাহির শোক

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। শেখ হাসিনা সরকারের শাসনামলে দিনটি সরকারিভাবে পালিত হতো। দিনটি ছিল জাতীয় শোক দিবস। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। বর্তমানে দিনটি সরকারিভাবে পালিত হচ্ছে না। তবে সামাজিক মাধ্যমে অনেকে শোক পালন করছেন। এ তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও। 

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্র থেকে তিনি ফেসবুকে লিখেছেন শেখ মুজিবকে নিয়ে। জানিয়েছেন তার আদর্শের কথা।

মাহিয়া মাহি লিখেছেন: ‘‘যতদিন বাঁচবো, আপনার আদর্শ আমৃত্যু বহমান থাকবে; রক্তের শিরা-উপশিরায়। বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা।’’

অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও তাকে সক্রিয় দেখা গেছে। আওয়ামী লীগের সমর্থক এই নায়িকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। 

‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করেন মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।