শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। গত ২৯ আগস্ট ভারতের ২ হাজার ৭০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন তুষার জলোটা।
রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমা মুক্তির আগেই আলোচনায় আসে মেলোডিয়াস গান দিয়ে। ‘পরদেশিয়া’ ও ‘ভিগি শাড়ি’ বলা যায় মুক্তির আগেই হিট হয়। এর মধ্যে ‘ভিগি শাড়ি’ গানটিতে আবেদনময়ী জাহ্নবীকে দেখতে পান ভক্ত-অনুরাগীরা। তবে সিনেমাটি মুক্তির পর সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চলুন দেখে নিই, বক্স অফিসে কতটা আয় করেছে ‘পরম সুন্দরী’।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পরম সুন্দরী’ সিনেমা ৪ দিনে শুধু ভারতে আয় করেছে ৩২.১৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ১১.১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৩.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৯ কোটি ৮৩ লাখ টাকার বেশি)।
আন্তসাংস্কৃতিক প্রেমকাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘পরম সুন্দরী’ সিনেমার গল্প। দিল্লির ছেলে পরম আর কেরালার মেয়ে সুন্দরীর দেখা হওয়া, পরিচয়, প্রেমে পড়া এবং নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে কাহিনি। এতে দক্ষিণী কন্যা সুন্দরীর চরিত্র রূপায়ন করেছেন জাহ্নবী কাপুর।
৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন দিনেশ বিজন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—সঞ্জয় কাপুর, অভিষেক ব্যানার্জি, তানভি রাম প্রমুখ।