বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত আগস্টে তারকা দম্পতি শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ— সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ মামলার কারণে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বাই পুলিশ।
ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) সূত্রে জানা যায়, পুলিশ এখন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ভ্রমণ লগ পরীক্ষা করছে। এছাড়াও কোম্পানির অডিটরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দীপক কোঠারির অভিযোগ, ২০১৫-২০২৩ সালের মধ্যে শিল্পা-রাজ ব্যবসা সম্প্রসারণের জন্য তার কাছ থেকে ৬০ কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু সেই অর্থ তারা ব্যক্তিগত কাজে খরচ করেন। প্রথমে তারা এই অর্থ ঋণ হিসেবে নিলেও পরে কর বাঁচানোর অজুহাতে তা বিনিয়োগ বলে দেখান।
খানিকটা ব্যাখ্যা করে দীপক কোঠারি জানান, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ শতাংশ বার্ষিক সুদে অর্থ ফেরত দেওয়া হবে। এমনকি, ২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা শেঠি তার নামে একটি ব্যক্তিগত গ্যারান্টি ও লিখিত দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন এই অভিনেত্রী।
দীপক কোঠারির এসব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তারা।