বিনোদন

শাহরুখকে দেখার ইচ্ছা নেই ইব্রাহিমের

দেখতে একেবারে বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো। নাম ইব্রাহিম কাদরি। শাহরুখ খানের স্টাইল অনুসরণ করেন তিনি। ভালো করে না দেখলে দুইজনকে আলাদা করাই কঠিন হয়ে পড়ে। অথচ শাহরুখকে কখনও সামনে থেকে দেখতে চান না ইব্রাহিম।

ইব্রাহিম কাদরি

সাধারণত ভক্তরা নায়কদের কাছ থেকে দেখতে চান। কিন্তু ইব্রাহিম কাদরি ব্যতিক্রম। দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম স্পষ্ট বলেছেন “আমি অনেকবার বলেছি,  কখনই আমি শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চাই না।’’

এবার মনে হতে পারে, কেন এমনটা ভাবছেন ইব্রাহিদ।

তিনি বলেন, ‘‘তার কারণ, যেমন ফেরারি গাড়ি কেনার স্বপ্ন থাকে—যখন তা কেনা হয়, সেটা গ্যারেজে পড়ে থাকে, আর আমরা অন্য গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। আমার মনে হয়,  যদি আমি শাহরুখের সঙ্গে দেখা করার পর, তারপ্রতি গভীর অনুরাগ আর সমস্ত উৎসাহ হারিয়ে ফেলি। আমি সেই ভয়টাই পাই ।’’   উল্লেখ্য, ইব্রাহিম মূলত ভিডিও বানান এবং শাহরুখের সংলাপ, দৃশ্য এবং হাঁটার ধরণ অনুকরণ করেন। এভাবেই তিনি নেটিজেনদের মনোযোগ ও ভালোবাসা আদায় করে নিযেছেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রায় ২৩ লক্ষ ফলোয়ার রয়েছে।