বিনোদন

বিএফডিসি ও সেন্সর বোর্ডের সমালোচনায় সোহেল রানা (ভিডিও)

রাহাত সাইফুল : সোহেল রানা সেন্সর বোর্ডকে ‘সেন্সলেস’ বোর্ড বলে অভিহিত করেছেন। সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি অদৃশ্য শত্রু’র প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সেন্সর বোর্ড সম্পর্কে এ ধরণের মন্তব্য করেন।তিনি বলেন, ‘এ বোর্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের চলচ্চিত্র সম্পর্কে কোনো ধারনা নেই। রাজনৈতিক দলগুলো তাদের যে সব নেতাদের কোথাও জায়গা দিতে পারে না তাদেরকে সেন্সর বোর্ডে ঢুকিয়ে দেয়।’তিনি আরো বলেন, ‘সেন্সরবোর্ড আমাদের হাত-পা বেঁধে রেখেছে। ভালো মানের সিনেমা কিভাবে তৈরি হবে? বাংলাদেশের চলচ্চিত্র এতটাই ডিজিটাল হয়েছে যে সেন্সরবোর্ড সিনেমা দেখবে সে জায়গাটুকুও নেই।’এছাড়া তিনি বিএফডিসির মহাপরিচালক প্রসঙ্গেও সমালোচনা করেন। সোহেল রানা বলেন, ‘গত তিন বছর যিনি দায়িত্ব পালন করেছেন তার সিনেমা সম্পর্কে কোন ধারনা নেই। তিনি ছিলেন নাটকের লোক। তিনি সিনেমার কি বুঝবেন? আর এখন যিনি দায়িত্ব পেয়েছে তিনি অনেক ভালোলোক। কিন্তু তিনি ছিলেন সরকারি আমলা। তিনিও সিনেমার লোক নয়। এমন হলে সিনেমার উন্নতি হবে কি করে?’সোমবার সন্ধ্যায় তার ছেলেকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেয়ার সময় এসব কথা বলেন। তিনি ছেলে জিবরান সম্পর্কে বলেন ‘ওকে আপনাদের হাতে তুলে দিলাম। আমাকে আপনারা যেভাবে দেখছেন ওকেও সেভাবে দেখবেন। ও কোন ভুল করলে ওকে অবশ্যই তা সুধরে দেবেন।’ড্যাসিং হিরো মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ জিবরানের প্রথম পরিচালিত ও অভিনিত সিনেমা ‘অদৃশ্য শত্রু’ সিনেমাটি আগামি ২২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি আরেকজন পরিচালক আকিব পারভেজ। পারভেজ ফিল্মসের প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন সোহেল রানা, সূচরিতা. আহম্মেদ শরীফ, জায়েদ খান, ইয়ুল রাইয়ান (মাশরুর পারভেজ জিবরান) ও প্রিয়া আমান।রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৪/রাশেদ শাওন