বিনোদন

পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন

পাকিস্তানি শিশুশিল্পী উমর শাহ মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘জিতো পাকিস্তান’খ্যাত এই তারকার বয়স হয়েছিল ১৫ বছর। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

উমরের চাচা ও মেন্টর দানিয়াল শাহ জানান, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে উমরের শরীর খারাপ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বমি করার সময় তার ফুসফুসে তরল ঢুকে পড়ে, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।  

পাকিস্তানি উপস্থাপক ওয়াসিম বাদামি একটি ছবি শেয়ার করে উমরের জন্য দোয়া চেয়েছেন। অনুসারীদের কাছে উমর ও তার পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “চিকিৎসকদের মতে সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে উমরের মৃত্যু হয়েছে।” 

উমরের বড় ভাই আহমদ শাহ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, “আমাদের পরিবারের ছোট্ট জোনাকি উমর শাহ তার স্রষ্টার কাছে ফিরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি তার ছোট ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের ধৈর্যের জন্য দোয়া চান। 

উমরের হঠাৎ মৃত্যু শুধু তার পরিবার নয়, বরং তার লাখো ভক্তকে শোকাহত করেছে। তার নিষ্পাপ হাসি ও শিশুসুলভ আচরণ তাকে জনপ্রিয় করে তোলে, বিশেষ করে তার বড় দুই ভাই আহমদ ও আবু বকরের সঙ্গে একাধিকবার এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নজর কাড়ে উমর।