বিনোদন

গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ?

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ফাহাদ মুস্তাফা। ব্যক্তিগত জীবনে সানা ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সংসারে তাদের ফাতিমা ও মুসা নামে দুটো সন্তান রয়েছে। এদিকে, গুঞ্জন উড়ছে—গোপনে টেলিভিশন প্রযোজক হিনা আমানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন ফাহাদ মুস্তাফা। 

বেশ কিছু দিন ধরে ফাহাদ-হিনার গোপন বিয়ে নিয়ে জোর চর্চা চলছে পাকিস্তানি শোবিজ অঙ্গনে। তবে এখন পর্যন্ত ফাহাদ মুস্তাফা বা হিনা আমান কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এমনকি, তাদের পরিবারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে। 

তবে এ প্রসঙ্গে মুখ খুলেছেন টিভি সঞ্চালক, অভিনেত্রী ও ফাহাদের ঘনিষ্ঠজন ফিজা আলী। যদিও তিনি সরাসরি এই গুঞ্জন নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তার ভাষায়—“এটা কারো ব্যক্তিগত বিষয়।” 

ফিজা আলী বলেন, “ফাহাদ মুস্তাফা আমার ভাইয়ের মতো। আমি তার সঙ্গে অনেক কাজ করেছি। কিছু নাটকে সে আমার নায়ক হিসেবে অভিনয় করেছে।” 

সোশ্যাল মিডিয়ায় মানুষ অলস হয়ে পড়েছেন। এ তথ্য উল্লেখ করে ফিজা আলী বলেন, “তাই আমি বলছিলাম, কী ব্যাপার, সে কি আবার বিয়ে করেছে না কি? আল্লাহর ওয়াস্তে, সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি অলস হয়ে গেছো...।” 

উপদেশ দিয়ে ফিজা আলী বলেন, “নিজের ঘর গোছাও, অনেক অগোছালো হয়ে আছে। আলমারিগুলো ঠিক করো, জুতা পলিশ করো, দাঁত মাজো, চুল কাটাও, নিজেকে ঠিক করো। অনেকদিন যাদের সঙ্গে দেখা করোনি, তাদের সঙ্গে দেখা করো। যার কাছ থেকে টাকা ধার নিয়েছো, তা ফিরিয়ে দাও। ফোন কল রিসিভ করো, যেগুলো এড়িয়ে যাচ্ছো। কিন্তু দয়া করে, ফাহাদ মুস্তাফার ব্যক্তিগত জীবন থেকে সরে দাঁড়াও। সে দ্বিতীয় বিয়ে করেছে কি না— সেটা ওর ব্যাপার।” 

“সে প্রথম স্ত্রীর সঙ্গে সুখী কি না, আলাদা হয়ে গেছে কি না, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকছে কি না বা অন্য কারো সঙ্গে—সেটা তার ব্যক্তিগত জীবন। নিজের কাজ নিয়ে থাকো।” বলেন ফিজা। 

ফাহাদ মুস্তাফা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাভি মাইন কাভি তুম’। তাছাড়া তার হাতে একাধিক কাজ রয়েছে। সম্প্রতি ‘পরওয়ারিশ’ ধারাবাহিক নাটকের চিত্রনাট্যকার হিসেবে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম