বিনোদন

জয়ের জন্মদিনে শাকিব খানের শুভেচ্ছা পোস্ট

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয়। আজ ২৭ সেপ্টেম্বর তার জন্মদিন। বিশেষ এ দিনে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে এই স্টার কিড।

ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শাকিব খান। সেখানে বাবা-ছেলের খেলা, হাসি-আনন্দে ভরা মধুর মুহূর্তগুলো ফুটে উঠেছে। 

ভিডিওটির ক্যাপশনে আবেগঘন বার্তায় শাকিব লিখেছেন, “শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা— তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা সর্বদা উন্মুক্ত থাকুক।”

শুধু ভিডিও নয়, গভীর রাতেই বিশেষ ভিডিও কলে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন এই ঢালিউড সুপারস্টার।

২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। দীর্ঘদিন আড়ালে থাকা সেই সম্পর্কের প্রকাশ ঘটে ২০১৭ সালের ১০ এপ্রিল, যখন অপু বিশ্বাস একটি টিভি সাক্ষাৎকারে ছেলে জয়কে প্রথমবারের মতো সামনে আনেন। আসলেই সেদিনই প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। কলকাতায় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় আব্রাম খান জয়।