বিনোদন

‘সাইয়ারা’ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন নায়ক

অনেক দিন ধরেই বলিউড যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজার। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপান। এ সিনেমায় অনীত পড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান পান্ডে। এ জুটির রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা। 

‘সাইয়ারা’ সিনেমার জ্বরে যখন বুঁদ হয়েছিলেন জেন-জিরা। তখনই আহান-অনীত জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়। এবার এই প্রেমের গুঞ্জন উসকে দিলেন আহান পান্ডে নিজেই। 

সোমবার (১৩ অক্টোবর) অনীত পড্ডার জন্মদিন। বিশেষ দিনে আহান পান্ডে বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কনসার্টে আহান-অনীতের কাটানো নানা মুহূর্ত। একটি ছবিতে দেখা যায়, মজার ভঙ্গিতে পোজ দিচ্ছেন অনীত। আর আহান একটি ঘনিষ্ঠ সেলফিতে চোখ বন্ধ করে মুহূর্তটিকে উপভোগ করছেন। 

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আহান-অনীতের এসব ছবি কোল্ডপ্লের কনসার্টে তোলা। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির আগে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। অর্থাৎ সিনেমা মুক্তির আগে থেকেই তারা একসঙ্গে সময় কাটান। 

গত ১৮ জুলাই মুক্তি পায় আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।