ঢাকাই সিনেমার খল তারকা মিশা সওদাগর। যদিও নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু সুবিধা করতে পারেননি। পরে খলচরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন।
কখনো খুনি, কখনো গ্যাং লিডার হয়ে পর্দা কাঁপানো মিশা সওদাগর কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তা সঠিক জানা যায়নি। কারণ এ বিষয়টি গোপন রাখতে চান এই তারকা। একটি টিভি সাক্ষাৎকারে মিশা সওদাগরের কাছে জানতে চাওয়া হয়, কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন?
এ প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, “বরবাদ’।” কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন? সঞ্চালকের পাল্টা প্রশ্নে হাসতে থাকেন মিশা সওদাগর। তার ভাষ্য—“না, না, এটা সর্বোচ্চর মধ্যেই থাকুক, এটা বলা যাবে না।”
এখন পর্যন্ত কোন সিনেমার পারিশ্রমিকের টাকা পাননি, মানে এখন পর্যন্ত মোট কত টাকার পারিশ্রমিক বাকি রয়েছে? জবাবে মিশা সওদাগর বলেন, “আমি যখন তৈরি হই, তখন তো কোনো ডিমান্ড করতে পারতাম না, যা দিতেন তাই নিতাম। এর মধ্যে একটি সিনেমার জন্য ৩৫-৪০ হাজার টাকা পারিশ্রমিক পাই।”
এ কথা বলতে বলতে অতীতে ফিরে যান মিশা সওদার। তার ভাষায়, “আমার কাজ দেখে মানুষের মাথা নষ্ট হয়ে যেত। শট দেওয়ার সময়ে মানুষ অপেক্ষা করতেন। কাচ ভেঙে ফেলতাম; এরকম টিভি উড়ে গিয়ে কত ভেঙেছি। তখন ফিটনেসও ভালো ছিল। আমি সবসময় শট খুঁজতাম, হলিউড থেকে বলিউড সব জায়গায় শট খুঁজতাম। কারণ তখন শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী, এটিএম শামসুজ্জামানেরা ছিলেন। আমাকে তো তাদের পাশ কাটিয়ে যেতে হবে।”
শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মেহেদী হাসান হৃদয়ের। গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর দারুণ সাড়া ফেলে সিনেমাটি।