বিনোদন

অভিনেতা আসরানির মৃত্যুর খবর কেন গোপন রাখল পরিবার?

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল গোপনে সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। খবর ইন্ডিয়া টুডের। 

ভার্সেটাইল এই অভিনেতা বেশ কিছু চলচ্চিত্রও পরিচালনা করেছেন। চার দিন আগে ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। জয়পুরের বাসিন্দা আসরানির মৃত্যুর খবর তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রকাশ করে পরিবার।  

আসরানির ব্যক্তিগত সহকারী বাবু ইন্ডিয়া টুডে টিভি-কে বলেন, “আসরানি সাহেবকে চার দিন আগে জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার ফুসফুসে পানি জমেছিল। ২০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।” 

এভাবে শেষকৃত্য সম্পন্ন করার কারণ ব্যাখ্যা করে বাবু বলেন, “আসরানি সাহেব সবসময় চেয়েছিলেন শান্তিতে বিদায় নিতে। তিনি তার স্ত্রী মঞ্জুকে বলেছিলেন, তার মৃত্যুকে যেন কোনো বড় ইভেন্টে পরিণত না করা হয়। তাই পরিবার অন্ত্যেষ্টিক্রিয়ার পরই মৃত্যুর খবর প্রকাশ করেছে।”  

পরিবারের পক্ষ থেকে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করা হবে। পাশাপাশি একটি প্রার্থনা সভার পরিকল্পনাও চলছে বলে জানিয়েছেন বাবু।  

কমেডি অভিনয়ে আসরানির অবদান অপরিসীম। কয়েক দশকের ক্যারিয়ারে হিন্দি সিনেমাকে আরসানি উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় চরিত্র এবং দর্শকদের হৃদয়ে তৈরি করেছেন বিশেষ জায়গা। 

অভিনেতা আসরানির ক্যারিয়ার ছিল বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী। গত পাঁচ দশকেরও বেশি সময়ে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে একজন কমেডি ও পার্শ্ব-অভিনেতা হিসেবে হিন্দি সিনেমার অনেক বড় বড় চলচ্চিত্রের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন এই অভিনেতা। 

সত্তরের দশক ছিল আসরানির সোনালি যুগ। এই সময়ে ‘মেরে আপনে’, ‘কোশিশ’, ‘বাওয়ার্চি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘ছোটি সি বাত’ এর মতো ক্ল্যাসিক সিনেমায় অভিনয় করেন। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘শোলে’ সিনেমায় কারাগারের অদ্ভুত জেলারের ভূমিকায় অভিনয় করে চিরস্মরণীয় হয়ে আছেন। এই চরিত্র তাকে ভারতীয় সিনেমার ইতিহাসে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেয়। 

৮৪ বছর বয়সেও অভিনয় করেছেন আসরানি। গত কয়েক বছরে ‘বান্টি আউর বাবিল টু’, ‘নন স্টপ ধামাল’, ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় অভিনয় করেছেন। ‘হাইওয়ান’ ও ‘ভূত বাংলা’ সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেতা। দুটো সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে।