বিনোদন

বরফ পানিতে সানি লিওনের গোসল (ভিডিও)

বিনোদন ডেস্ক : এখন সারা দুনিয়াতেই চলছে আইস বাকেট চ্যালেঞ্জ নিয়ে মাতামাতি। এই চ্যালেঞ্জে যোগ দিয়েছেন বলিউড তারকারাও। এরই মধ্যে রীতেশ দেশমুখ, অক্ষয়, অভিষেক, সিদ্ধার্থ, পুলকিত ও আশিস প্রমুখ বরফ শীতল পানিতে গোসল করেছেন। অন্যদেরও দিয়েছেন এ চ্যালেঞ্জ। সবশেষে সানি লিওনকেও কেউ একজন জানিয়েছিলেন আইস বাকেট চ্যালেঞ্জ। এই আবেদনময়ীর কাছে বরফ পানিতে গোসল করা যে কোনো ব্যাপার না তা তিনি প্রমাণ করেছেন। সেই সঙ্গে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন ‘ইয়ো ইয়ো হানি সিং’কে। খবর আইবিএন লাইভের। খবরে বলা হয়, সানি লিওনকে এ চ্যালেঞ্জ করে তার পরিবারসহ কিছু ট্যুইটার ভক্ত। আর চ্যালেঞ্জকে না বলার মতো মেয়ে সানি মোটেও নয়। বরং সম্প্রতি হাসিমুখে অবলীলায় গ্রহণ করলেন এ চ্যালেঞ্জ।এ প্রসঙ্গে ‘রাগিনী এমএসএস’ তারকা সানি বলেন, ‘আমার পরিবার ও কিছু ট্যুইটার ভক্ত আমাকে এ চ্যালেঞ্জ দিয়েছে এবং আমি তা গ্রহণও করেছি। এখন আমি ইয়ো ইয়ো হানি সিংকে চ্যালেঞ্জ করছি। বেবি তুমি এটি করার জন্য মাত্র ২৪ ঘন্টা সময় পাবে।’সানি লিওনের আইস বাকেট চ্যালেঞ্জের ভিডিও দেখুন :

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৪/রাশেদ শাওন