বিনোদন

একজন হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন: আসিফ

বাংলাদেশের সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যিনি মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে। সবসময়ই আলোচনায় থাকেন। ব্যস্ততার মধ্যেও এবার তিনি আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে।

সঞ্চালক রুম্মান রশীদ খান (আরআরকে) জানান, এই পর্বে কোনো রাখঢাক ছাড়াই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে অনেক অজানা–অপ্রকাশিত গল্প শেয়ার করেছেন আসিফ। এর মধ্যেই ছিল এক চমকপ্রদ অভিজ্ঞতা—একজন নাকি একবার তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। তিনি পডকাস্টে এ ঘটনার পেছনের বিস্তৃত গল্পও বলেছেন।

আরও জানা যায়, দীর্ঘ সাড়ে চার বছর আসিফের কাছে পাসপোর্ট ছিল না। তার ভাষায়, “তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।”

ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে কেন সমালোচনা হয়—সে বিষয়েও সরাসরি কথা বলেছেন তিনি।

আসিফ আকবর বলেন, “আর কাউকে নিয়ে কখনও সমালোচনা হয় না—শুধু আমাকে নিয়েই কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যু ফেসবুকেই হয়। কখনো বলবে খেলা পারি না, কখনো বলবে গান পারি না। ওসব সমালোচনাকারীরা কী পারে—এই টেস্টই বা করবে কে? মানুষ কী বলল সেটা মুখ্য নয়, তুমি দুনিয়ায় কী রেখে গেলে—তাই মৃত্যুর পর আলোচিত হবে।”

তিনি আরও যোগ করেন, “আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।” মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ বর্তমানে দেশের সবচেয়ে প্রশংসিত পডকাস্টগুলোর একটি। প্রথম সিজনে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, আদিল হোসেন নোবেল, জয়া আহসান, ড. রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবীন চৌধুরী, পরীমনি, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মানসহ বহু তারকা।

আজ ৬ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে নতুন সিজন। প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাতে প্রচার হবে সিজন টু। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।