বিনোদন

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম: ফারিয়া শাহরিন

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এ সিরিজে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান লাক্স তারকা ফারিয়া শাহরিন। অনেকটা বিরতির পর কয়েক মাস আগে সিরিজটির পঞ্চম সিজন নিয়ে হাজির হন নির্মাতারা। 

শুরুতে জানা যায়, পূর্বের মতো পঞ্চম সিজনেও দেখা যাবে ‘অন্তরা’ অর্থাৎ ফারিয়া শাহরিনকে। তবে তার দেখা মেলেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া জানালেন, চ্যাপ্টার সিক্সে দেখা যাবে তাকে।

ফারিয়া শাহরিন বলেন, “প্রায় দুই বছর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার সিক্সে নিজেকে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবেন।”

দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দিতেই ক্লান্ত ফারিয়া শাহরিন। তার ভাষায়, “এতদিন আমার কমেন্ট বক্স ভরা থাকত একটাই প্রশ্ন—আমি কেন সিজন ফাইভে নেই? আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিতে পারলাম।”

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়।

ফারিয়া অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী।