বিনোদন

‘অমীমাংসিত’ অবশেষে মীমাংসার আলোয়

দুই বছরের দীর্ঘ অপেক্ষা, আপত্তি আর অনিশ্চয়তার পর অবশেষে মুক্তির মুখ দেখল রায়হান রাফীর আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। সেন্সর বোর্ডের জটিলতায় আটকে থাকা সিনেমাটি গতকাল সন্ধ্যা ৭টায় আইস্ক্রিন প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু করেছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে সিনেমাটি দেখতে পারছেন দর্শকরা। 

মুক্তির আনন্দের দিনেও নির্মাতা রায়হান রাফীর কণ্ঠে ছিল ক্ষোভের সুর। প্রকাশনা অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “সেন্সর এখন নাম বদলে সার্টিফিকেশন বোর্ড হলেও বাস্তবতা বদলায়নি। নিয়ম একই রয়ে গেছে। অনেক গল্প আটকে আছে, কোন আইনে আটকে আছে—সেটা নিয়েই আমাদের প্রশ্ন। দর্শক ভিন্ন গল্প চায়, কিন্তু ভিন্ন গল্প বলতে গেলেই আগে ভাবতে হয়—সেন্সর আটকে দেবে কি না। এভাবে তো সত্যিকারের গল্প বলা কঠিন।” 

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’-এর মতো ব্যবসাসফল সিনেমার নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘অমীমাংসিত’ একটি অরিজিন্যাল ওয়েব ফিল্ম। রহস্য, থ্রিলার আর টানটান উত্তেজনায় ভরা এই গল্পের মুক্তি উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুবসহ অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতি, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভ প্রমুখ। 

শুরু থেকেই দর্শকদের মধ্যে ‘অমীমাংসিত’ নিয়ে বাড়তি কৌতূহল ছিল। টিজার-ট্রেইলার প্রকাশের পর জানা যায়, এক সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গল্পের বিস্তার। তদন্ত, আলামত বিশ্লেষণ আর ক্রাইম জোনের নানা অজানা স্তর পেরিয়ে গল্প বারবার মোড় নেয় ভিন্ন দিকে—যেখানে প্রতিটি দৃশ্যে জমে ওঠে থ্রিল আর লোমহর্ষ। 

রায়হান রাফী বলেন, “অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। পুরো টিম প্রচণ্ড প্যাশন নিয়ে এটি বানিয়েছে। কিন্তু মুক্তির জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। বারবার সেন্সরে আটকে গেছে। দুই বছর পর অবশেষে দর্শকের সামনে আসছে। আমি শুধু এটুকু বলতে চাই—এই গল্পকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কেসের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আমরা একটি ঘটনার নয়, বরং বাংলাদেশের অসংখ্য অমীমাংসিত ঘটনার প্রতিচ্ছবি তুলে ধরতে চেয়েছি।” 

প্রচলিত রয়েছে, আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছায়া রয়েছে এই সিনেমায়। বিষয়টি নিয়ে নির্মাতা বলেন, “আমি চাই না শুধু ব্যবসাসফল সিনেমাই আমার পরিচয় হোক। আমি চাই আমার কাজ মানুষের মধ্যে প্রশ্ন তুলুক, প্রভাব ফেলুক। ‘আমলনামা’, ‘দামাল’—সবগুলোই সেই চেষ্টার অংশ। ‘অমীমাংসিত’ যদি একটি অমীমাংসিত ঘটনার প্রতিও মানুষকে ভাবতে বাধ্য করে, একজন দর্শককেও যদি প্রতিবাদী করে তোলে—তাহলেই আমাদের কাজ সফল।” 

উল্লেখ্য, সব কাজ শেষ করার পরও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৪ সালে সিনেমাটির নির্ধারিত মুক্তি স্থগিত হয়। দীর্ঘ আপিল প্রক্রিয়া শেষে অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে ‘অমীমাংসিত’। ওয়েব ফিল্মটির নামের মতোই দীর্ঘদিন অমীমাংসিত থাকার পর, শেষ পর্যন্ত মীমাংসার আলো দেখল এটি।