বিনোদন

বলিউডে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

বলিউড সিনেমায় বাংলাদেশি কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা এখনো বিরল ঘটনা! দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্য। নানা আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর নীরব ভাঙন ঘটালেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। প্রথমবারের মতো বলিউডের একটি প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন তিনি। 

সনি লিভের ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজের লিড চরিত্রে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিরিজটির টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। 

টিজারে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে—যাকে ঘিরেই আবর্তিত পুরো গল্প। প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্তে তার উপস্থিতিই সিরিজটির প্রাণকেন্দ্র। একাধিক ভিন্ন লুকে হাজির হওয়া শুভ কখনো ধূসর স্লিম-কাট স্যুটে সংযত ও মার্জিত, আবার কখনো সাদা ঝকঝকে স্যুটে নৃত্যমুখর। রেট্রো ধাঁচের চুল ও পোশাকে স্পষ্ট হয়ে উঠেছে সত্তর দশকের আবহ। 

চরিত্রটি নিয়ে আরিফিন শুভ বলেন, “জ্যাজ সিটি’ একটি বহুমাত্রিক গল্প। এখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। সংলাপের বাইরে চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি প্রকাশ পায়। সংগীত, নীরবতা আর সংলাপের সমন্বয়েই সিরিজটির পূর্ণ আবহ অনুভব করা যাবে।” 

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্টে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। 

টিজার অনুযায়ী, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে। প্রতিটি দৃশ্যে সেই সময়ের ইতিহাস ও আবহকে জীবন্ত করে তোলার চেষ্টা দেখা যায়। 

সিরিজটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌমিক সেন। এর আগে তিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। পাশাপাশি বলিউড ও টলিউডের আরো কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। 

সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়। 

বলিউডে আরিফিন শুভর এই কেন্দ্রীয় উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের অভিনয়শিল্পীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিলো।