বিনোদন

ফের মা হলেন ভারতী

ফের মা হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। হার্ষ লিম্বাচিয়া-ভারতী দম্পতির এটি দ্বিতীয় সন্তান।    

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে ভারতী সিংয়ের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আচমকাই তার পানি ভাঙতে শুরু করে। তারপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রসন্তানের জন্ম দেন। এ সময় পাশেই ছিলেন ভারতীর স্বামী।  

কয়েক বছর প্রেম করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর লেখক হার্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী। ২০২২ সালের ৩ এপ্রিল পুত্র সন্তানের মা হন। প্রথম পুত্রের নাম রাখেন লক্ষ্য।  

একই বছরের শেষের দিকে গর্ভধারণের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী। সেসময় তিনি জানিয়েছিলেন, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর। তার বেশি ওজনের জন্যই নাকি আড়াই মাস পর্যন্ত বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। 

গত ৬ অক্টোবর বেবি বাম্পের ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন ভারতী। অবশেষে প্রিয় সন্তানের মুখ দেখলেন এই দম্পতি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তারা। 

কালারস টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় শো ‘লাফটার শেফস’। এ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম উপস্থাপনা করছেন ভারতী। গত ২২ নভেম্বর থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুমের প্রচার শুরু হয়।