বিনোদন

গায়কের সঙ্গে কৃতি স্যাননের বোনের বিয়ে

ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বড় বোন বিয়ে না করলেও তার সহোদর ছোট বোন অভিনেত্রী নূপুর স্যানন বিয়ে করতে যাচ্ছেন। দীর্ঘ দিনের প্রেমিক ভারতীয় সিনেমার প্লেব্যাক গায়ক স্টেবিন বেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই অভিনেত্রী। 

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন নূপুর স্যানন ও স্টেবিন বেন। রাজস্থানে বিয়ের অনুষ্ঠানিকতা শেষে মুম্বাইয়ে এ দম্পতি বন্ধু ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের জন্য আলাদা একটি রিসেপশনের আয়োজন করবেন। রাজস্থানে বিয়ের অনুষ্ঠান তিন দিন ধরে চলবে। 

এর আগে জানা যায়, ২০২৬ সালের ৮, ৯ জানুয়ারি বিয়ের মূল অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে। তবে এ তথ্য সঠিক নয়। একটি সূত্র বলেন, “আগে যে তারিখগুলো নিয়ে খবর প্রকাশিত হয়েছিল, সেগুলো সঠিক ছিল না। দুই পরিবার ১১ জানুয়ারি, বিয়ের দিন ধার্য করেছে। তিন দিন ধরে বিয়ের অনুষ্ঠান হবে। 

স্টেবিন ও নূপুর

খবর অনুযায়ী, বিয়ের মূল অনুষ্ঠান খুবই ঘরোয়া রাখতে চাইছেন নূপুর-স্টেবিন। তাই অতিথির তালিকা সীমিত থাকবে। বিয়েতে উপস্থিত থাকবেন পরিবার ও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুরা। বিনোদন জগতের বড় তারকাদের জমায়েত এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে বিয়েতে কড়া নিরাপত্তা ব্যবস্থাও থাকবে, যাতে বড় ভিড় না জমে। হবু কনের বোন স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে নিজের দল নিয়ে নেতৃত্ব দেবেন। বলা হচ্ছে, রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে এই বিয়ের অনুষ্ঠান হবে। 

আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে আয়োজিত রিসেপশনে অবশ্য দম্পতির ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের উপস্থিতি বেশি থাকবে। এ বিষয়ে সূত্রটি বলেন, “মুম্বাইয়ের রিসেপশনে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুরা দম্পতির আনন্দে শামিল হবেন।” 

নূপুর স্যানন

বড় বোন কৃতির মতো অভিনয়ে নাম লিখিয়েছেন নূপুর স্যানন। ২০২৩ সালে তেলেগু ভাষার ‘টাইগার নাগেশ্বরা রাও’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নূপুরের অভিষেক ঘটে। ‘নূরানি চেহারা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।