বিনোদন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় সাংস্কৃতিক আয়োজন

বড়দিন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে। 

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। বড়দিনকে ঘিরে ইতোমধ্যে একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, নন্দনমঞ্চ ঘিরে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার নানা কর্মযজ্ঞ। কারিগররা মঞ্চ প্রস্তুত ও আলো সংযোজনের কাজে ব্যস্ত সময় পার করছেন। 

ভিডিও বার্তায় দর্শকদের উদ্দেশে জানানো হয়, চলছে প্রস্তুতি। বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা। আজ সন্ধ্যা ৬টা থেকে, চলে আসুন দলে দলে। এই আন্তরিক আমন্ত্রণে সবাইকে অনুষ্ঠান উপভোগের আহ্বান জানিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ। 

জানা গেছে, বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে অনুষ্ঠানের পুরো কর্মসূচি। সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে থাকবে বিশেষ সংগীত পরিবেশনা। পাশাপাশি বড়দিনের ঐতিহ্যবাহী ক্যারল সং এবং কীর্তন পরিবেশনাও থাকবে আয়োজনের অন্যতম আকর্ষণ। 

এদিকে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের উদযাপন অব্যাহত রেখেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ঈদুল ফিতর, বৌদ্ধ পূর্ণিমা এবং দুর্গাপূজা উপলক্ষে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের বহুত্ববাদী সংস্কৃতিকে আরো দৃঢ়ভাবে তুলে ধরে।