বিনোদন

ফিলিস্তিনের প্রখ্যাত অভিনেতা-নির্মাতা মারা গেছেন

ফিলিস্তিনের প্রখ্যাত অভিনেতা-নির্মাতা মোহাম্মদ বকরী মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে।  

পরিবারের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, মোহাম্মদ বকরী হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। গতকালই তার জন্মস্থান উত্তর ইসরায়েলের বি’নেহতে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। 

মোহাম্মদ বকরীর পুত্র অভিনেতা সালেহ বকরী পিতার মৃত্যুর খবর জানিয়ে তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “গভীর শোক ও দুঃখের সঙ্গে আমাদের প্রিয় পিতা, অভিনেতা মোহাম্মদ বকরীর মৃত্যুর খবর জানাচ্ছি।” 

ইসরায়েলে একজন ফিলিস্তিনি হিসেবে আশির দশকে কর্মজীবন শুরু করেন বকরী। ফিলিস্তিনি ও ইসরায়েলি থিয়েটার ও সিনেমায় আরবি ও হিব্রু ভাষায় অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হানা কে’। এটি পরিচালনা করেন অস্কারজয়ী গ্রিক-ফরাসি পরিচালক কোস্তা-গ্যাবহাস।

এরপর ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বকরী। এর মধ্যে রয়েছে—‘বিয়ন্ড দ্য ওয়ালস’। এটি পরিচালনা করেন উরি বারবাশ। ইসরায়েলি এই চলচ্চিত্র ১৯৮৪ সালে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়। ইসরায়েলি একটি কারাগারে একসঙ্গে বন্দি থাকা ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিদের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়ায় এটি। 

বকরীর মৃত্যুর পর পরিচালক উরি বারবাশ ইনেট-কে বলেন, “ইসরায়েলি সমাজে মোহাম্মদ বকরীর জীবন সহজ ছিল না। বয়কট, একঘরে করে রাখা, এ এক অবিশ্বাস্য যাত্রার মধ্য দিয়ে গিয়েছেন তিনি।”

বকরীকে ‘আবেগের পারমাণবিক চুল্লি’ মন্তব্য করে উরি বারবাশ বলেন, “বকরী আবেগের এক পারমাণবিক চুল্লি ছিলেন। নিজের আত্মার ধ্বনির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। একজন পরিচালক ও অভিনেতা হিসেবে যে কাজের সঙ্গে যুক্ত হতেন, তাতে নিজেকে সম্পূর্ণভাবে নিমগ্ন রাখতেন; এতে কোনো সন্দেহ নেই।” 

অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও বকরীর বর্ণাঢ্য জীবন রয়েছে। ক্যারিয়ারে চারটি ডকু ফিল্ম নির্মাণ করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—তথ্যচিত্র ‘জেনিন’ (২০০২)। এতে দখলকৃত পশ্চিম তীরের জেনিন রিফিউজি ক্যাম্পের বাসিন্দাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এই চলচ্চিত্রে অপারেশন ডিফেন্সিভ শিল্ড চলাকালীন ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাগরিক হত্যার অভিযোগ তুলে ধরেন এই পরিচালক।