ভাঙা-গড়ার মধ্য দিয়েই সময় পার করেছে ঢাকাই চলচ্চিত্র। গত কয়েক বছরের তুলনায় চলতি বছরের সিনেমার বাজার বেশ মন্দা ছিল। বছরের বড় একটা সময় অলসভাবে কেটেছে চিত্রপুরীর নায়ক-নায়িকাদের। কাজের অভাবে অনেক তারকাই বিদেশ ভ্রমণে সময় কাটিয়েছেন। কেউ কেউ থেমে থেমে দু–একটি সিনেমায় যুক্ত হয়েছেন। আবার কেউ পেয়েছেন অভিষেকের সুযোগ। কিন্তু অধিকাংশই শক্ত অবস্থান ধরে রাখতে পারেননি। বছরজুড়ে ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টি সিনেমা। তবে দর্শক আলোচনায় ছিল মাত্র গুটি কয়েক। আশা-নিরাশা ও ভাঙা-গড়ার মধ্য দিয়েই ২০২৫ সাল পার করেছে ঢাকাই চলচ্চিত্র।
লক্ষ্যে অটুট শাকিব ঢালিউড মেগাস্টার শাকিব খান টানা দুই যুগ ধরে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। ২০২৫ সালে মুক্তি পাওয়া তার অভিনীত ‘বরবাদ’, ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা আলোচনায় ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল ‘বরবাদ’, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ইধিকা পাল। এরপর দর্শক আলোচনায় আসে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরের। রাজকীয় এই অভিষেকের মাধ্যমে আলোচনায় উঠে আসেন এবং বছরজুড়েই একাধিক সিনেমায় নাম লেখান তিনি।
অপু বিশ্বাসের প্রত্যাবর্তন দুই বছরের বিরতির পর ২০২৫ সালের শেষদিকে ফের চলচ্চিত্রে ফিরেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজেকে ফিট করে পরপর দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। এ দুটো সিনেমা হলো—বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। এর মধ্যে ‘দুর্বার’-এর প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, যেখানে অপুর বিপরীতে রয়েছেন সজল আহমেদ। অন্যদিকে ‘সিক্রেট’-এ তার নায়ক আদর আজাদ।
জংলিতে মঙ্গল সিয়াম-বুবলীর চিত্রনায়ক সিয়াম আহমেদ বরাবরই বেছে বেছে কাজ করেন। চলতি বছরে তার অভিনীত ‘জংলি’ সিনেমা রোজার ঈদে মুক্তি পায়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সি দর্শকের প্রশংসা কুড়ায় এটি। এতে সিয়ামের বিপরীতে ছিলেন শবনম বুবলী। বিগত বছরগুলোতে শাকিব খান ছাড়া অন্য নায়কদের সঙ্গে খুব বেশি আলো ছড়াতে না পারলেও ‘জংলি’ বুবলীর ক্যারিয়ারে স্বস্তি এনে দেয়। সিনেমাটিতে ছোট্ট একটি চরিত্রে দেখা যায় দীঘিকে। সিয়াম এখন ‘রাক্ষস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন বুবলী।
ঈদ আনন্দ বাড়ায় পারিবারিক গল্প চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পায় তানিম নূর পরিচালিত ‘উৎসব’। এটি ছিল বছরের অন্যতম আলোচিত পারিবারিক ঘরানার সিনেমা। এতে অভিনয় করেন আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী ও সাদিয়া আয়মান। বিশেষ করে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও সাদিয়া আয়মানের অভিনয় দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়ায়। পারিবারিক আবহের গল্প হওয়ায় সিনেমাটি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।
নিশোর সাফল্য আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটি ২০২৫ সালে দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায়। নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। ‘সুড়ঙ্গ’–এর সাফল্যের পর ‘দাগি’ দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হন নিশো। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘দম’–এর শুটিং নিয়ে ব্যস্ত। তবে তমা মির্জা ও সুনেরাহর হাতে চলতি বছরে খুব বেশি কাজ ছিল না, তুলনামূলকভাবে বছরজুড়েই অলস সময় পার করেছেন তারা।
থ্রিলারে আলো চলতি বছরে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিও প্রশংসিত হয়। অপরাধভিত্তিক থ্রিলারধর্মী এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন। তবে বছরজুড়ে খুব বেশি কাজে তাকে দেখা যায়নি। যদিও নতুন কিছু কাজে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী; যা নিয়ে আশাবাদী এই তারকা।
বাণিজ্যিক সিনেমায় ফারিণের যাত্রা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। গ্ল্যামার ও অভিনয়ে নজর কাড়লেও সিনেমাটি প্রেক্ষাগৃহে গড়পড়তা ব্যবসা করে। তবে বছরের বড় চমক হলো—শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় ফারিণের যুক্ত হওয়া, যা তাকে নতুন আলোচনায় নিয়ে আসে।
অলসতার পর ব্যস্ততা বছরের শেষদিকে আলোচনায় আসে মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম চলচ্চিত্র ‘দেলুপি’। পাশাপাশি ওটিটিতে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর রসায়ন দর্শকদের মুগ্ধ করে। শুভ বর্তমানে অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যা আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এতে তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। চলতি বছরে মিমের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও বছর শেষে আবার ব্যস্ত হয়ে পড়েন তিনি।