বিনোদন

আজীবন সম্মাননা পেলেন আনোয়ারা-রফিকুল-আবিদা

বাংলা চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, সংগীতশিল্পী রফিকুল আলম এবং সংগীতশিল্পী আবিদা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন এই সম্মাননা প্রদান করে। 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্য দেন। সঞ্চালনা করেন তমা রশিদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মুহাম্মদ ইকবাল হোসেন, জনপ্রিয় সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন, রবি চৌধুরীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও সংগঠনের সদস্যরা। 

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়। এ তালিকায় রয়েছেন—বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল), রিমন মাহফুজ (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন), তামিম হাসান (জার্নালিস্ট কমিউনিটি লিডার), এ এইচ মুরাদ (সিনিয়র রিপোর্টার, দৈনিক কালবেলা), অচিন্ত চয়ন (ফিচার এডিটর, দৈনিক মানবকণ্ঠ), মো. আশরাফুল আলম আসিফ (কালচারাল রিপোর্টার, আরটিভি), রুহুল আমিন ভূঁইয়া (চিফ অব এন্টারটেইনমেন্ট, দৈনিক রূপালি বাংলাদেশ)। 

এটিএম মাকসুদুল হক ইমু (সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ), সুকন্যা আমির (ব্রডকাস্ট জার্নালিস্ট, চ্যানেল ওয়ান), রনজু সরকার (রিপোর্টার, দৈনিক মানবকণ্ঠ), এস কে সাকির নিজাম (বেস্ট অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল—স্টার গল্প), শাহীন শুভ (রিপোর্টার, নিউজ টোয়েন্টিফোর), রোমান রায় (রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন), মাহি মেহেদী (কালচারাল রিপোর্টার, ডিজিটাল খবর)। 

তাছাড়াও পুরস্কৃত হন—শওকত আলী ইমন (শ্রেষ্ঠ সংগীত পরিচালক), শাকিল খান (শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা), রোমানা ইসলাম মুক্তি (চলচ্চিত্র অভিনেত্রী ও সমাজসেবী), কুসুম সিকদার (শ্রেষ্ঠ অভিনেত্রী), মিষ্টি জান্নাত (চলচ্চিত্র অভিনেত্রী), দেবাশীষ বিশ্বাস (শ্রেষ্ঠ উপস্থাপক), তমা রশিদ (উপস্থাপিকা) এবং সাদিয়া আফরা (সংগীতশিল্পী)। 

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, “দিয়ামনি ই কমিউনিকেশনের মূল লক্ষ্য দেশের শিক্ষিত, উদ্যমী ও মেধাবি তরুণ উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। আমরা শুধু প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করি না; উদ্যোক্তাদের সার্বিক খোঁজখবর রাখি এবং প্রয়োজনে পাশে দাঁড়াই। ঢাকা ছাড়াও দেশের ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।” 

সম্মাননা প্রদান শেষে তারকা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।