নাট্য সংগঠন ‘সমতল’-এর প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে তানভীর মোকাম্মেল রচিত নাটক ‘লুৎফার প্রদীপ’। সগীর মোস্তফার নির্দেশনায় একক চরিত্রের এ নাটকে অভিনয় করবেন চিত্রলেখা গুহ। শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় উত্তম গুহ, আবহসঙ্গীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু ও পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি।
শনিবার (৩ জানুয়ারি ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলী রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। উদ্বোধন করবেন সর্বজন শ্রদ্ধেয় অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। রাত ৮টা ৫ মিনিটে একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।
দর্শকরা অনলাইনে অগ্রিম প্রবেশপত্র বুকিং (মোবাইল: 01718236426) ও শোয়ের আগে মিলনায়তনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।