বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কাজ কমিয়ে দিয়ে স্বামী সাইফ আলী খান ও সন্তানদের নিয়েই অধিক সময় পার করছেন। নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে বিদেশে উড়াল দিয়েছেন এই অভিনেত্রী।
দূর দেশ থেকে স্বামী সাইফ আলী খানের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কারিনা। নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গত বছরের কঠিন সময় নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।
কারিনা কাপুর খান বলেন, “বছরের শেষ দিনে বসে যখন আমরা পেছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি—আমরা এতদূর চলে এসেছি। ২০২৫ সাল আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবারগুলোর জন্য খুবই কঠিন ছিল। তারপরও মাথা উঁচু করে, হাসতে হাসতে এবং একে অপরকে আঁকড়ে ধরে সবকিছু পার করেছি। আমরা অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি—আমরা এখন এখানে দাঁড়িয়ে। ২০২৫ আমাদের শিখিয়েছে, মানুষ নির্ভীক, ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে। আর শিশুরা আমাদের ধারণার চেয়েও অধিক সাহসী।”
কৃতজ্ঞতা প্রকাশ করে কারিনা কাপুর খান বলেন, “আমাদের ভক্ত, বন্ধু এবং যারা সবসময় পাশে ছিলেন এবং এখনো সমর্থন করে যাচ্ছেন—সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবকিছুর ঊর্ধ্বে সর্বশক্তিমান প্রভুর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।”
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কারিনা কাপুর খান বলেন, “আমরা ২০২৬ সালে প্রবেশ করছি নতুন উদ্দীপনা, গভীর কৃতজ্ঞতা, ইতিবাচক মনোভাব এবং যা সবচেয়ে ভালো করি, সেই চলচ্চিত্রের প্রতি অটুট ভালোবাসা নিয়ে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।”
২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমে পড়েন কারিনা-সাইফ। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।