বিনোদন

‘খ্যাতির মোহ নয়, শ্রোতার হৃদয় স্পর্শ করতে চাই’

নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর নতুন প্রত্যাশা। সংগীতের আবহে নতুন বছরকে দেখছেন সংগীতশিল্পী জেফার। তার কাছে ২০২৬ মানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সময়। গত বছরের অভিজ্ঞতা, প্রাপ্তি আর না-পাওয়ার হিসাব পেছনে রেখে নতুন গান, নতুন ভাবনা ও আরো পরিণত সংগীত নিয়ে সামনে এগোতে চান এই শিল্পী।  

আলোচনায় ফেরার তাড়না নয়, জেফারের প্রত্যাশা সুর ও কথায় নিজের জায়গাটা আরো দৃঢ় করা, সেই সঙ্গে শ্রোতার সঙ্গে সম্পর্কটা গভীর করা। জেফার বলেন, “ভালো কিছুর প্রত্যাশা নিয়েই প্রতিটি বছরের সূচনা হয়। এ বছরেও ভালো কাজের মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে চাই।” 

এই পথে এগোতে সবার সহযোগিতা চান জেফার। বিশেষ করে নারী শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই শিল্পী বলেন, “প্রতিটি কাজে সমর্থন প্রয়োজন। কদিন আগেও এ নিয়ে কথা বলেছিলাম। আহ্বান জানিয়েছিলাম, সবাই যেন শিল্পীদের একটু সাপোর্ট করেন, বিশেষ করে নারী শিল্পীদের। আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়। তার ওপর যখন বিরূপ মন্তব্য কানে আসে, তখন হতাশা ভর করে। তাই অতীত চিন্তাধারায় বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক—এটাই আমার চাওয়া।” 

খ্যাতির প্রতি মোহ নয়, বরং শ্রোতার হৃদয়ে পৌঁছানোর আকাঙ্ক্ষাই তার শিল্পীজীবনের মূল প্রেরণা বলে জানান জেফার। তিনি বলেন, “খ্যাতির মোহে নয়, শ্রোতার হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি। একইভাবে অভিনয় শখ হলেও পর্দায় ভিন্ন ধরনের কাজ তুলে ধরতে চাই। তার জন্য প্রয়োজন সব শ্রেণির দর্শক-শ্রোতার সমর্থন।”