বিনোদন

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক প্রশান্ত মারা গেছেন

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী ভারতীয় সংগীতশিল্পী-অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে নয়াদিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। 

ইন্ডিয়ান আইডলের প্রশান্ত তামাংয়ের সহ-প্রতিযোগী, গায়ক ভবেন ধানাক সংবাদমাধ্যমটিকে বলেন, “আজ সকালে দিল্লিতে মারা গেছেন প্রশান্ত। হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে বলে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। তবে বলা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা শেষকৃত্যের বিষয়ে তথ্যের অপেক্ষায় আছি।” 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, “জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যু গোর্খা সম্প্রদায় এবং সংগীতশিল্পের পুরো বিশ্বকে স্তব্ধ ও শোকাহত করেছেন। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ের মাধ্যমে ভারতীয় গোর্খাদের গর্বিত করেন এবং নেপালি সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যান।” 

প্রশান্ত তামাং ব্যক্তিগত জীবনে গীতা থাপার সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। 

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনে বিজয়ী হন প্রশান্ত তামাং। এ প্রতিযোগিতার মাধ্যমে খ্যাতি লাভ করেন। এরপর তার গানের অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশিত হলে পরিচিতি আরো বৃদ্ধি পায়। ২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। তারপর ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’-এর মতো সিনেমায় অভিনয় করেন প্রশান্ত তামাং। ‘পাতাললোক’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন এই গায়ক। 

কিছু দিন আগে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং করেন প্রশান্ত। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। চলতি বছরের ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এটি প্রশান্ত অভিনীত সর্বশেষ সিনেমা।