বিনোদন

জেফারকে বিয়ে, আলোচনায় রাফসানের প্রাক্তন স্ত্রীর পোস্ট

সংগীতশিল্পী জেফার রহমান ও সঞ্চালক রাফসান সাবাবের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। এ জুটি প্রেমের গুঞ্জনের অবসান টেনে গত ১৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন এই যুগল। এরই মধ্যে রাফসানের প্রাক্তন স্ত্রী ডা. শানিয়া শামসুন এশার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এশা তার ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। এতে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। তবে কোথাও কারো নাম উল্লেখ করেননি তিনি। এশা বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষই জানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা জড়াতে চাই না।”  

ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করার স্মৃতিচারণ করে এশা বলেন, “আমি নিজে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি; সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।” 

বিয়ের সাজে জেফার ও রাফসান

সবকিছু পেছনে ফেলে ক্যারিয়ারে মন দিয়েছেন এশা। তা জানিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।”  

অতীত নিয়ে কেউ এশাকে প্রশ্ন করুক, তা চান না তিনি। এ বিষয়ে এশা পরিষ্কারভাবে বলেন, “আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—‘ডা. এশা’। একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।” 

ডা. এশার সঙ্গে ঘর বেঁধেছিলেন রাফসান

জেফার-রাফসানের বিয়েকে কেন্দ্র করে এশা তার এই স্ট্যাটাস দিয়েছেন, তা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই নেটিজেনদের। তাদের মন্তব্য দেখলেই তা বোঝা যায়। এশাকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকে প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন—“জেফার-রাফসানের চেয়ে আপনার জীবনটা বেশি সুন্দর হবে।” আবার অনেকে ‘ফালতু অতীত’ বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।  

ডা. এশা

২০২০ সালের অক্টোবরে এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। ২০২৩ সালের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান। এরপর রাফসান-এশার বিচ্ছেদ চর্চায় পরিণত হয়। এসবের মাঝে নেটিজেনদের অনেকে দাবি করেছিলেন, সংগীতশিল্পী জেফার রহমানের কারণে রাফসান-এশার সংসার ভেঙেছে। যদিও এই দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন জেফার।