বিনোদন

দেবের নামে ডাকটিকিট

ভারতীয় সিনেমার তারকা অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেবের নামে ডাকটিকিট চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। আনন্দের এই খবরটি দেব তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা অভিনেতা। 

এ বিষয়ে দেব বলেন, “আমি অত্যন্ত সম্মানিত ও বিনীত বোধ করছি। আমার নামে ডাকটিকিট প্রকাশ করার জন্য ভারতীয় ডাক বিভাগকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। এমন এক সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়া, যা আমি কল্পনাও করিনি। এই স্বীকৃতি যতটা আমার একজন মানুষ হিসেবে পথচলার, ততটাই মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। চিরকৃতজ্ঞ।” 

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে বিশেষ এই ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেব কেবল একজন অভিনেতা নন, ঘাটালের সংসদ সদস্য হিসেবেও দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন। ফলে তার নিজের নির্বাচনি এলাকায় এই সম্মান প্রদান এক অনন্য মাত্রা যোগ করেছে। ডাকটিকিটটিতে দেবের প্রতিকৃতি এবং তার অবদান উল্লেখ রয়েছে, যা তার কর্মজীবনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

এর আগে বেশ কজন ভারতীয় তারকার নামে ডাকটিকিট প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছে বলিউড অভিনেতা রাজ কাপুর, যশ চোপড়া, অভিনেত্রী মধুবালা, নার্গিস দত্ত, সাবিত্রী,গায়ক কিশোর কুমার, আর. ডি. বর্মন, পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বিমল রায় প্রমুখ।   

২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন দেব। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—চাঁদের পাহাড়, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, বুনো হাঁস, যোদ্ধা, আরশীনগর, আই লাভ ইউ, মন মানে না প্রভৃতি।