ভারতীয় বাংলা সিনেমার দাপুটে তিন অভিনেতা—প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরিঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক। অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ১৯৮৪ সালে মুক্তি পায় এটি। এটি মুক্তির পর বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল।
এরপর কেটে গেছে ৪১ বছরের বেশি সময়। আলাদা আলাদাভাবে এই তিন ত্রয়ী অনেক সিনেমা উপহার দিয়েছেন। তবে তাদেরকে কখনো একসঙ্গে এক সিনেমায় দেখা যায়নি। ৪১ বছর পর এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রজেনজিৎ চ্যাটার্জি, চিরিঞ্জিত চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক।
রবিবার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত, চন্দ্রাশিস রায় পরিচালিত ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেইলার। এ অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে জানতে চাওয়া হয়, চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে আবারো একসঙ্গে কাজ করবেন কি না? জবাবে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, “আমরা খুব শিগগির একটি সিনেমা করব। এটা আমার অনেকদিনের ইচ্ছে। আমি দীপকদা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিতদা একসঙ্গে সিনেমা করব।”
প্রসেনজিৎ চ্যাটার্জির কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “হ্যাঁ, এটা অনেকদিন ধরে ও বলছে।” তবে কোন সিনেমায় একসঙ্গে কাজ করবেন তা জানাননি তারা।
বলে রাখা ভালো, ২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও চিরঞ্জিত চক্রবর্তী। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চ্যাটার্জি প্রমুখ।