নেপালের মুস্তাং জেলার জমসমে শুটিং শেষ করলেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত তুষারঘেরা এই শহরে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করা হয়েছে ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি।
গত বছরের আলোচিত ‘ময়না’ গানের টিমের দ্বিতীয় প্রজেক্ট ‘ও জান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন, সংগীতায়োজন আভ্রাল সাহিরের। নির্মাণে রয়েছেন তানিম রহমান অংশু। এই মিউজিক্যাল ফিল্মেই প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বলেন, “জমসমের সৌন্দর্য অবর্ণনীয়। মাইনাস তাপমাত্রায় শুটিং করা কঠিন হলেও অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।”
নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব বর্ণনা দিয়ে রেহান বলেন, “নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে গানটির দৃশ্যায়ন এক অনন্য মাত্রা পেয়েছে।”
নেপালে সুনেরাহ বিনতে কামাল
গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল জানান, ‘ও জান’ একটি পিউর রোমান্টিক গান, যেখানে জেনজি সময়ের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।