ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির গাড়ি বহর। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় মুম্বাইয়ের জুহু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হলেও সুস্থ রয়েছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। খবর ইন্ডিয়া টুডের।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশে বিবাহবার্ষিকীর ছুটি কাটিয়ে গতকাল মুম্বাই বিমানবন্দরে নামেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে রাত ৯টায় অক্ষয়ের গাড়ি বহর দুর্ঘটনার কবলে পড়ে।
মূলত, দ্রুত গতির একটি মার্সিডিজ বেঞ্জ ধাক্কা দেয় একটি অটোরিকশাকে। পরে অটোরিকশাটি ধাক্কা দেয় অভিনেতার কনভয়ে থাকা একটি এসইউভি গাড়িকে। সংঘর্ষের তীব্রতায় উল্টে যায় মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। এতে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। অটো চালক ও একজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অক্ষয়ের গাড়ি বহরের যে গাড়িটি আক্রান্ত হয়েছে, সেটিতে ছিলেন না অক্ষয়-টুইঙ্কেল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন পথচারীরা, দ্রুত গাড়ি থেকে নেমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অক্ষয় কুমার। এ অভিনেতার গাড়ির একজন চালক আহত হয়েছেন। তবে এ নিয়ে কোনো বক্তব্য বা বিবৃতি দেননি অক্ষয় কিংবা তার টিম।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে অটোরিকশা চালকের ভাই বলেন, “আমার ভাইয়ের অটোরিকশাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তার শারীরিক অবস্থাও গুরুতর। আমাদের একটাই অনুরোধ, আমার ভাই যেন যথাযথ চিকিৎসা পান, প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত রিকশার জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয়।”
বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে জুহু পুলিশ মার্সিডিজ গাড়ির চালকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।