ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রেম-বিয়ে-বিচ্ছেদ মানুষের জীবনের অনুষঙ্গ। এসব বিষয়েও তার বক্তব্য পরিষ্কার।
পরীমণির ব্যক্তিগত জীবনের একঝলক উঠে এলো তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে। যেখানে একদিকে কাজের ব্যস্ততা, অন্যদিকে মা হিসেবে প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব সামলানোর গল্প তুলে ধরেছেন তিনি।
ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে পরীমণি নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছেন। নিজের জীবনকে ‘পরীর জীবন’ আখ্যা দিয়ে তিনি লিখেছেন, “আমি সত্যিই পরী। সত্যি এক পরী জীবন আমার। এই যে জীবনের এত কিছু একা একা কি অদ্ভুত সুন্দরভাবে করে যাচ্ছি আমি, এটা কি এত সহজ!”
নয় দিনের বিদেশ ভ্রমণ শেষে গতাকাল বাংলাদেশে ফিরেন পরীমণি। তার স্মরণ করে এই অভিনেত্রী লেখেন, “আজ নয় দিন পর দেশে এসে সিনেমার প্রেস মিটে গেলাম। সেখান থেকে বাসায় এসেই বাচ্চার পটি ক্লিন করতে হলো, গাউনটাও চেঞ্জ করতে পারিনি। তারপর ফ্রেশ হয়ে বাচ্চাদের খাওয়ানো, ঘুম পাড়ানো শেষ করে আমার ইচ্ছে হলো নিজের জন্যে রান্না করার। করলাম। খেলাম।”
এত কিছু এক হাতে সামলানোর পরও ক্লান্ত নন পরীমণি। তার ভাষায়—“শুকরিয়া করতে করতে ভাবলাম এই যে আমি একা এত কিছু সামলাচ্ছি কীভাবে! আমার তো অনেক কষ্ট হবার কথা, টায়ার্ড লাগার কথা! কই ওগুলো! যাইহোক, ওসব নিখোঁজ থাকুক যেমন আছে এখন। রান্না করতে গিয়ে কাঁচা মরিচ খুঁজে পাওয়া যায়নি তখন। এবার দেখি কাঁচা মরিচের সাথে আর কি কি বাজার লিস্টে যোগ করতে হবে।”
তবে ঘুম আসতে দেরি হওয়ার কারণও জানিয়েছেন পরীমণি। শীতের নতুন পোশাক কালেকশনের উত্তেজনায় ঘুম যেন আর আসতেই চায় না। এ নিয়ে তিনি লিখেন, “তারপর ঘুমমমম…আর ঘুমাবো যে, সেটাও বা কি করে হবে! BODY- বডি তে শীতের এত্তসব সুন্দর সুন্দর সব কালেকশন এসেছে। এই এক্সাইটমেন্টে কি ঘুম আসে বলেন তো!”
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাস্তি’। এতে যুক্ত হয়েছেন পরীমণি। এই সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিনেমাটি নির্মাণ করছেন লীসা গাজী।