ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে।
শুভশ্রী ঘর বেঁধেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। আর দেব চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। দীর্ঘ দিন দেব-শুভশ্রীকে যেমন এক সিনেমায় দেখা যায়নি, তেমনই অনুষ্ঠানেও না। বলা যায়, মুখ দেখাদেখিও বন্ধ ছিল! দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমা দীর্ঘ দিন আটকে থাকার পর গত বছর মুক্তি পায়। তার আগে ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দেন দেব-শুভশ্রী। নেটিজেনরা দাবি করেছিলেন—“এক মঞ্চে দেব-শুভশ্রীকে দেখার পর ঘুম হারাম হয়েছে রাজ চক্রবর্তীর।”
এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেব-শুভশ্রীর দূরত্ব কমতে থাকে। ভক্ত-অনুরাগীদের মাঝেও মুগ্ধতা ছড়াতে থাকেন এই যুগল। এর কিছুদিন পরই দেবের একটি মন্তব্য ঘিরে শুভশ্রীর সঙ্গে তিক্ততা তৈরি হয়। তারপর ভক্তরা ধরেই নেন, আর বোধহয় বরফ গলবে তাদের। কিন্তু তা হয়নি। নতুন বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন দেব। কেবল তাই নয়, নতুন সিনেমায় শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধবেন বলেও জানান তিনি। গতকাল সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন দেব-শুভশ্রী। এরপর নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নেটিজেনদের অনেকে রাজ-রুক্মিণীকে নিয়ে ট্রলও করছেন। এ নিয়ে নীরবতা ভাঙলেন রাজ চক্রবর্তী। ঠিক নীরবতা নয় দেব-শুভশ্রীকে নিয়ে বোমা ফাটালেন এই নির্মাতা।
দেব-শুভশ্রীর মুহূর্তটি নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের
ট্রলের বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, “যারা ট্রল করেন তাদের নিয়ে আমাদের তেমন কোনো বক্তব্য নেই। আমরা এমন এক পেশায় রয়েছি, যাদের আক্রমণ করাটা খুবই সহজ। আমাদের কিছু বললে, একটা আত্মসন্তুষ্টি হয়। সাধারণ কাউকে কিছু বলা বা অপুদা, রাজ, দেব, জিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদিকে নিয়ে বললে, একটা সন্তুষ্টি আসবে। হ্যাঁ, কাউকে একটা কিছু বললাম। ঘুম আসবে ভালো। আসলে ট্রলটা এখন একটা সংস্কৃতি, এটা নিয়ে মাতামাতি করে লাভ নেই।”
এরপরই দেব-শুভশ্রীর প্রসঙ্গে সটান ঢুকে পড়েন রাজ চক্রবর্তী। এ জুটি ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে ফের ঝড় তুলেছিল। এ জুটিকে নিয়ে রাজ বলেন, “দেব-শুভশ্রীর সিনেমা এসেছে, সেটা লোকে পছন্দ করেছে। আবার তাদের সিনেমা আসবে, সেটাও লোকে পছন্দ করবে। আসলে আমাদের ভাবনা চিন্তা এখন যে পর্যায়ে, সেখানে এসব নিয়ে আমরা খুব একটা ভাবি না। সাধারণ মানুষ সেই পর্যায় সম্পর্কে অবগতই নয়। আমরা জানি আমাদের প্রায়োরিটি কী!”
শুভশ্রী গাঙ্গুলি
এরপরই বোমা ফাটান রাজ চক্রবর্তী। দেব-শুভশ্রীর বিয়ের প্রসঙ্গ উঠতে নির্মাতা রাজ একেবারে চাঁছাছোলা জবাব দেন। তার ভাষায়—“আমারও মনে হয়েছিল, শুভশ্রীর সঙ্গে দেবের বিয়ে হলে ভালো হতো। কিন্তু শুভশ্রী আমার কপালে ছিল। শুভশ্রীর কপালেও আমি ছিলাম। এখন আর কিছু করার নেই। আমরা খুবই সুখে আছি। আমার বিশ্বাস, দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও হ্যাপি থাকবে। দেবও খুব ভালো ছেলে।”
শুভশ্রী গাঙ্গুলি
একসময় টলিউডে ‘ম্যাজিক’ তৈরি করেছিল দেব-শুভশ্রী জুটি। আর সেই ম্যাজিকের নেপথ্য কারিগর ছিলেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। ২০০৯ সালে রাজের হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে এই জুটির আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমাই বক্স অফিসে ঝড় তোলে, আর পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ডালপালা মেলতে শুরু করে। শুরু হয় সবচেয়ে চর্চিত প্রেমের গল্প।
‘চ্যালেঞ্জ’ সিনেমার পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’ এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দেশু জুটি। দীর্ঘদিনের প্রেম যখন পরিণতির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ছন্দপতন ঘটে! অজানা কোনো কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর রিয়েল লাইফের সম্পর্ক। ফলে ভেঙে যায় রিলের সুপারহিট জুটিটাও।
স্বামী-সন্তানদের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি
বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে শুভশ্রী তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন অন্যভাবে। অর্থাৎ দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।