নন্দিত চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন, এখনো সেখানে অবস্থান করছেন। সেখানে গিয়ে দেশীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের সঙ্গে দেখা হয়েছে চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন ও আলেকজান্ডার বোর সঙ্গে। এদের মধ্যে আলেকজান্ডার বো ছাড়া বাকি তিন নায়কের বিপরীতেই একসময় অভিনয় করেছেন শাবনূর।
এদিকে, অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।”
এর আগেও শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছিলেন, “শিশির স্নাত নায়িকার সাথে।” জানা গেছে, প্রায় একমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাবনূর। আরো কয়েক দিন সেখানে থাকবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।