বিনোদন

ঘরে বসে দেখা যাচ্ছে মিথিলার ‘তারার সার্কাস’

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এবার ঘরে বসেই সিনেমাটি দেখতে পাচ্ছেন দর্শকরা। তবে দর্শকদের জন্য সিনেমাটি একেবারে ভিন্ন নামে এসেছে। অরুণ চৌধুরী পরিচালিত এ সিনেমা ইউটিউবে টেন স্টুডিওস চ্যানেলে আপলোড করা হয়েছে ‘তারার সার্কাস’ শিরোনামে। 

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির আবেগঘন সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর নীরবে ইউটিউবে মুক্তি পেলেও নাম পরিবর্তনের কারণে বিষয়টি অনেকের নজরে আসেনি। সম্প্রতি নির্মাতা অরুণ চৌধুরী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউবে মুক্তির খবর জানালে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। 

নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে নির্মাতা জানান, ইউটিউবে মুক্তির ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরের সিদ্ধান্তে সিনেমাটির শিরোনাম বদলানো হয়েছে। তবে গল্প বা কনটেন্টে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। 

সিনেমাটিতে সার্কাসকন্যা তারা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিথিলা। নদীর পাড়ে বসবাস করা এবং ঘুরে ঘুরে সার্কাস দেখিয়ে জীবিকা নির্বাহ করা এক নারীর জীবনসংগ্রাম তার অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চরিত্রটি নিয়ে আগেই মিথিলা জানিয়েছিলেন, এ চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। চরিত্রের জন্য প্রয়োজন ছিল সাহসী প্রস্তুতি ও গভীর আত্মনিবেদন। 

মিথিলার বিপরীতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। এছাড়া সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।