বিনোদন

ওমর সানীর গাড়িতে কেন উঠতেন না তার বাবা?

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে রুপালি জগতে তার পথচলা। তার অভিনীত অসংখ্য ব্যবসাসফল সিনেমা এখনো দর্শক মনে গেঁথে আছে। 

রুপালি পর্দায় এসে অর্থ-যশ-খ্যাতি সবই পেয়েছেন ওমর সানী। তার বাবা সাধারণ একটি চাকরি করতেন। কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে বাবা-মা ও পরিবার নিয়ে কথা বলেছেন ‘কুলি’ তারকা। এ আলাপচারিতায় ওমর সানী জানান, তার গাড়িতে উঠতেন না তার বাবা। কেন উঠতেন না, তারও ব্যাখ্যা দিয়েছেন এই নায়ক। 

আপনি যখন নায়ক হয়েছেন, তখন আপনার বাবা ব্ল্যাকে টিকিট কেটে আপনার সিনেমা দেখেছেন। সঞ্চালক এসব কথা বলার পরই ওমর সানী বলেন, “হ্যাঁ, বাবা ব্ল্যাকে টিকিট কেটে আমার সিনেমা দেখতেন। আরেকটি বিষয় বলি, আমার বাবা আমার গাড়িতে উঠতেন না। ফার্মগেট থেকে টেম্পুতে উঠতেন।” 

একটি ঘটনা বর্ণনা করে ওমর সানী বলেন, “একদিন দূর থেকে দেখি, বাবা দুইটা মুরগি হাতে নিয়ে টেম্পু থেকে নামতেছেন। আমার সহকারী আজাদ বলল, ‘বস বস দেখেন আঙ্কেল আসতেছে, একটু নামেন।’ তারপর আমি নেমে গিয়ে বললাম, ‘আব্বা কি অবস্থা!’ উনি বললেন, ‘তোমাদের জন্য মুরগি নিয়ে আসলাম। আর তোমার সিনেমা দেখলাম, হাউজফুল যাচ্ছে। আমি ব্ল্যাকে টিকিট কেটেছিলাম।’ আমার সহকারী বলল, ‘আপনি তো বললেই পারতেন, গাড়ি পাঠিয়ে দিতাম।’ বাবা বললেন, ‘না না, আমি ওমর সানীর বাবা দেখে গাড়িতে উঠতে হবে? কেন টেম্পুতে মানুষ উঠে না! রিকশায় মানুষ উঠে না!”     

সব জায়গায় মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা আপনার রয়েছে। এবার বুঝতে পারছি, এটা আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। সঞ্চালকের এসব কথার সঙ্গে সম্মতি জানিয়ে ওমর সানী বলেন, “হ্যাঁ, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার মা গৃহিণী ছিলেন। উনি সাক্ষরও করতে পারতেন না। আমার মা নদী ভাঙা মানুষ। একসময় আমার নানা মিরপুরে প্রতিষ্ঠিত ছিলেন। প্রতিষ্ঠিত বলতে, ওই লেভেলের প্রতিষ্ঠিত কখনো ছিলেন না। একসময় তাদের কিছুই ছিল না। কোনো জমি ছিল না। নানা বলতেন, ‘তোমাকে যে এক কাঠা জমি দেব, সেটাও পদ্মা নদী কেড়ে নিছে।” 

বাবা ও পরিবার নিয়ে গর্ববোধ করেন ওমর সানী। তার ভাষায়—“আমার বাবা জমিদার বা ব্যারিস্টার ছিলেন না। আমি একদম মধ্যম পরিবারের একটা ছেলে। আমি সংগ্রাম করা একটি পরিবারে মানুষ হয়েছি, এজন্য গর্ববোধ করি। তবে একসময় আমার দাদা অন্যের জমি দিয়ে হাঁটতেন না। সেটা পাস্ট ইজ পাস্ট। আমি বাস্তবতায় বিশ্বাসী। আর আল্লাহ তাআলা আমার জন্য যেটা ন্যাস্ত করেছেন, আমি সেটাকেই মেনে নিই।”  

১৯৬৯ সালের ৬ মে জন্মগ্রহণ করেন ওমর সানী। তার জন্ম, শৈশব, কৈশোর কেটেছে পুরাণ ঢাকার জিঞ্জিরা এবং কালীগঞ্জে। কিন্তু তার বাবার পৈতৃক নিবাস বরিশালের গৌরনদী উপজেলার মহিশা শরিকল গ্রামে। সময় পেলে এখনো বাবার বংশের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে মহিশা শরিকল গ্রামে ছুটে যান ওমর সানী।