ভারতীয় বাংলা ও হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আদ্রিজা রায়। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে হিন্দি টিভি ধারাবাহিক ‘অনুপমা’-এর ‘রাহি’ চরিত্র রূপায়ন করে অধিক খ্যাতি পেয়েছেন। এবার বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন আদ্রিজা।
মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, টলিউডের ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মুম্বাইয়ের গ্ল্যামার জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন আদ্রিজা। ভিগনেশ আইয়ার নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন। এবার প্রেমিককে সামাজিক স্বীকৃতি দিতে যাচ্ছেন। আগামী ২৫ জানুয়ারি, মুম্বাইয়ে ভিগনেশের ফার্মহাউজে পারিবারিক আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হবে।
বিয়ের বিষয়ে অদ্রিজার ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, “অদ্রিজা তার ব্যক্তিগত জীবন সবসময়ই একটু অন্তরালে রাখতে পছন্দ করেন। তবে এই খুশির খবরটি তিনি আর বেশিদিন লুকিয়ে রাখতে চাননি। আগামী ২৫ তারিখের অনুষ্ঠানটি মূলত ঘরোয়া আয়োজনে সীমাবদ্ধ থাকবে, যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন।”
প্রেমিক ভিগনেশের সঙ্গে আদ্রিজা রায়
আদ্রিজার হবু বর দক্ষিণ ভারতের বাসিন্দা। অন্যদিকে আদ্রিজা বাঙালি, কলকাতার মেয়ে। তাই তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আদ্রিজার দীর্ঘদিনের স্বপ্ন, তার বিয়েতে যেন দক্ষিণ ভারতীয় ও বাঙালি—উভয় রীতির প্রতিফলন ঘটে। আর এ ধরনের আয়োজনের জন্য বেশ সময় প্রয়োজন। সবকিছু ঠিকঠাক গুছিয়ে আগামী দু-এক বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে বলেও সূত্রটি জানায়।
আদ্রিজা রায়
এর আগে এক সাক্ষাৎকারে আদ্রিজা জানান, এক বন্ধুর পার্টিতে ভিগনেশের সঙ্গে প্রথম আলাপ আদ্রিজার। প্রথম দেখাতেই একে অপরের ব্যক্তিত্ব তাদের বেশ ভালো লেগে যায় এবং আদ্রিজার সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন ভিগনেশ। এরপর ইনস্টাগ্রামে কথাবার্তা শুরু হয়। পরবর্তীতে তারা দেখা করার পরিকল্পনা করেন। মূলত, পরস্পরের ব্যক্তিত্ব একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। তবে ভিগনেশের পেশা সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায়নি।