বিনোদন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ‘ধুরন্ধর’ অভিনেতা গ্রেপ্তার

গৃহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ‘ধুরন্ধর’ সিনেমার অভিনেতা নাদিম খানকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ জানুয়ারি মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এই অভিনেতা। খবর এনডিটিভির। 

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদন জানানো হয়েছে, ৪১ বছর বয়সি এক নারী বিভিন্ন অভিনেতার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। কয়েক বছর আগে নাদিম খানের সঙ্গে তার পরিচয় হয়; ধীরে ধীরে তাদের মাঝে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ওই নারীর অভিযোগ, নাদিম খান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন উৎসবে গৃহপরিচারিকার মালওয়ানির বাড়ি ও পশ্চিম উপশহর ভারসোভায় নাদিম খানের বাড়িতে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন। গত ১০ বছর ধরে একই ঘটনা ঘটছে। পরবর্তীতে নাদিম খান তাকে বিয়ে করতে অস্বীকার করলে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।  

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ভুক্তভোগী নারীর বয়ান—ভয় পাওয়ার কারণে এতদিন চুপ ছিলেন তিনি। কিন্তু অভিনেতা যখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন এবং মানসিক নির্যাতন বাড়িয়ে দেন, তখন পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তার বক্তব্যের ভিত্তিতে মালওয়ানি পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

এর আগে অভিনেতার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কী প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

মঞ্চনাটক দিয়ে অভিনয়ের হাতেখড়ি নাদিম খানের। পরবর্তীতে চলচ্চিত্রে নাম লেখান। ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যা লড়েগা’ (২০২৪), ‘ধুরন্ধর’ (২০২৫) সহ বেশ কিছু সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছেন নাদিম। রণবীর সিংয়ের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাতের রাঁধুনি আখলাকের চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা।